নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। একই দিনে সংসদ ভেঙে দেওয়া হয়েছে এবং আগামী বছরের ৫ মার্চ সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ৭৩ বছর বয়সী কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির নেতৃত্ব গ্রহণ করলেন। দুর্নীতি-বিরোধী ব্যাপক আন্দোলনের মুখে সরকার পতনের এক সপ্তাহের মাথায় তিনি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন। গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও এর আগেই বিক্ষোভ গণআন্দোলনের রূপ নেয়। মঙ্গলবার রাজধানী কাঠমান্ডুর সরকারি দফতর ও সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এর জের ধরেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। সুশিলা কার্কি দুর্নীতিমুক্ত জীবনযাপন...