জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ১৯টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখন গণনা চলছে বাকি দুটি হলের। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা চলছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ কথা জানান।আরো পড়ুন:দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবি বাকৃবি শিক্ষার্থীদেররাবিতে ২ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প দ্রুত অ্যাকাডেমিক কার্যক্রম চালুর দাবি বাকৃবি শিক্ষার্থীদের জাকসু নির্বাচন কমিশনের এই সদস্য বলেন, “এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভোট গণনা চলছে।” এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের সামনে বলেন, “শনিবার সন্ধ্যা ৭টার...