এরিক টেন হাগকে বরখাস্তের পর প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বায়ার লেভারকুসেন। জার্মান বুন্দেসলিগায় ৯ জনের দলে পরিণত হয়েও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন আলেহান্দ্রো গ্রিমালদো। চলতি বুন্দেসলিগা মৌসুমে তিন ম্যাচে এটি লেভারকুসেনের প্রথম জয়। শুক্রবার রাতের এই ম্যাচে লেভারকুসেনের ডাগআউটে অভিষেক হয় নতুন কোচ ক্যাসপার হিউলম্যান্ডের। দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই ক্লাবকে জয় উপহার দিয়ে দারুণ ইতিবাচক বার্তাই দিলেন ডেনিশ এই কোচ। মৌসুমের প্রথম দুই ম্যাচের পর টেন হাগকে বরখাস্ত করেই হিউলম্যান্ডকে দায়িত্ব দিয়েছিল লেভারকুসেন। এই ম্যাচ ৯ জনের দল নিয়ে শেষ করতে হয়েছে লেভারকুসেনকে। লাল কার্ড দেখে ৫৬ মিনিটে অধিনায়ক রবার্ট অ্যান্ড্রিচ ও ৯২ মিনিটে মাঠ ছাড়েন এজেকুয়েল ফার্নান্দেজ। খেলা শুরুতেই দ্রুত আক্রমণ করে লেভারকুসেন। মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রিমালদো চমৎকার একটি ফ্রি কিক থেকে...