এআইয়ের ঢেউয়ে প্রায় এক ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট ওরাকল। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের দাম সামান্য কমলেও আগের দিন এআই ক্লাউড ব্যবসায় বড় সাফল্যের কারণে ওরাকলের শেয়ারদর রেকর্ড পরিমাণ বেড়েছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। শত শত কোটি ডলারের বিভিন্ন ক্লাউড চুক্তির ঢেউয়ে ভর করে এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা ওরাকলের চোখধাঁধানো উত্থান এআই দৌড়ে শীর্ষে ওঠার জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করা নানা কোম্পানির কম্পিউটিং শক্তির প্রতিযোগিতাকেই সামনে এনেছে। ‘ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টর’-এর মার্কেট প্রধান রিচার্ড হান্টার বলেছেন, “এআইনির্ভর লেনদেনের বাজারে আগুন জ্বেলে দিয়েছে ওরাকল।” তিনি আরও বলেছেন, কোম্পানিটি যে তাদের এআই ক্লাউড ব্যবসায় শত শত কোটি ডলারের চাহিদা তৈরি হওয়ার ঘোষণা দিয়েছে তা পুরো শেয়ারবাজারে ‘জোয়ারের ঢেউয়ের’ মতো বড় প্রভাব ফেলেছে। বুধবার মার্কিন বাণিজ্য দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ বলেছে, কম্পিউটিং...