ইরানে নির্মিত চলচ্চিত্র ‘মুসা কালিমুল্লা’র প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। একইসঙ্গে তিনি প্রকল্পটির কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আমি মুসা (আ.)-এর চলচ্চিত্রটি দেখেছি, অসাধারণ ছিল। ইনশাআল্লাহ, আপনারা একইভাবে এর পরবর্তী অংশও নির্মাণ করতে পারবেন। এটি খুবই উৎকৃষ্ট একটি কাজ ছিল, আলহামদুলিল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি একদিকে যেমন চলচ্চিত্রটি উপভোগ করেছি, অন্যদিকে এমন একটি কাজ তৈরি হওয়ায় আনন্দিতও হয়েছি।’ চলচ্চিত্রটির সম্পূর্ণ নাম ‘মুসা কালিমুল্লাহ: অ্যাট ডন(Moses the Kalimullah: At Dawn)’। এতে নবী মুসা (আ.)-এর কাহিনি তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা পরিচালক এনায়েতুল্লাহ হাতামিকিয়া। সিনেমাটিতে দেখানো হয়, ফেরাউন এক দুঃস্বপ্ন দেখে, যেখানে এক ধ্বংসাত্মক ব্যক্তি তার রাজ্য ধ্বংস করে দিচ্ছে।...