১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিকে সহায়তা করতে সিরিয়াকে ১ দশমিক ৬৫ মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল দেবে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাদশা সালমান বিন আব্দুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশক্রমে এসব তেল দামেস্ককে দেওয়া হবে। সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদের এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই করেছেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সৌদির দেওয়া এ তেল সিরিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকারিতা এবং আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করা, অর্থনৈতিক সংকট মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ খাতগুলোর অগ্রগতি নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন...