বলিউড অভিনেত্রী দিশা পাটানির (ভারতের উত্তর প্রদেশে) বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে এই ঘটনা। পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় কেউ আহত হননি। ভারতীয় একাধিক গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, একটি ফেসবুক পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে পোস্ট দিয়েছে রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্রটি। ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ (শুক্রবার) খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল, তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে...