বিনোদন ডেস্ক: চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা শর্মা। সম্প্রতি কারিশমা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন। কারিশমা লিখেছেন, মুম্বাইয়ের লোকাল ট্রেনযোগে শুটিংয়ে যাচ্ছিলেন অভিনেত্রী কারিশমা। উদ্দেশ্য ছিল চার্চগেট। কিন্তু ট্রেনে উঠার আগেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন। ফলে মাথায় গুরুতর চোট পেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। কারিশমা জানিয়েছেন, মুম্বাইয়ের চার্চগেটে শুটিংয়ে যাচ্ছিলেন। পরনে শাড়ি ছিল। ট্রেনে উঠার সময় হঠাৎই ট্রেনের গতি বেড়ে যায়। বন্ধুরা ট্রেনের গতিবিধি দেখে ভয় পেয়েছিল। এ কারণে তারাও ট্রেন ধরতে পারেনি। এ জন্য তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত পিঠে ও মাথায় গুরুতর আঘাত...