এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রাত সাড়ে আটটার এই ম্যাচে লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচের আগে প্রশ্ন উঠছে, বাংলাদেশ একাদশে বদল আসবে কি না, এই নিয়ে। যদি বদল আসে, তাহলে সুযোগ পাবেন কে, সাইফ হাসান, সাইফউদ্দিন, নাকি নাসুম আহমেদরা! প্রথম ম্যাচ যদি বিশ্লেষণ করা হয়, তাহলে সে ম্যাচে দলের ‘উইক লিংক’ হিসেবে দেখা যাবে বেশ কিছু দিক। তাওহীদ হৃদয় ৩৫ রানের ইনিংস খেলেছিলেন, এরপরও তিনি পড়বেন সেই ক্যাটাগরিতে। হংকংয়ের বিপক্ষে সে ম্যাচে এই রান করতে তার লেগেছিল ৩৬ বল। তবে তার সমস্যাটা এখানেও নয়। পুরোনো দুর্বলতাই ভোগাচ্ছে তাকে। অফ সাইডে খেলতে পারছেন না। রান বের করতে হচ্ছে বারবার শাফল করে। তার ওপর স্ট্রাইক রেটটাও স্বাস্থ্যকর নয়। শেষ অনেক দিন ধরে ছন্দেও নেই।...