ফিলিস্তিন–ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য দেশ। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবে বলা হয়েছে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৪২টি দেশ ভোট দেয়। তবে ১০টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। খবর এএফপির। প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। এতে বলা হয়েছে, দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনতে গাজায় চলমান সংঘাত বন্ধ করতে হবে। এর জন্য হামাসকে অবশ্যই উপত্যকাটির শাসন থেকে সরে যেতে হবে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) কাছে নিজেদের অস্ত্রসমর্পণ করতে হবে। আরব লিগসহ ইতোমধ্যে ১৭টি সদস্যদেশ এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। তবে...