‘এই হলো’, ‘এই হচ্ছে’ করেও শেষ পর্যন্ত হয়ে উঠছে না। ব্রাজিল দলে ফিরতেই পারছেন না নেইমার। অপেক্ষার পথ ধরে বিশ্বকাপ বাছাইপর্বও শেষ হলো গেল। এখন মুল প্রশ্ন, বিশ্বকাপে দেখা যাবে তো ব্রাজিলের সবচেয়ে বড় তারকাকে? কার্লো আনচেলত্তি জানালেন, বিশ্বকাপ খেলতে হলে পূরণ করতে হবে একটি শর্ত। সেটি স্বয়ং নেইমারকেও জানিয়ে রেখেছেন ব্রাজিলের কোচ। সেই শর্তে অবশ্য বিস্ময়ের কিছু নেই। পুরোটাই ফিটনেস সংক্রান্ত। ফিটনেস পোক্ত হলেই কেবল নেইমারকে জাতীয় দলে ফেরানো হবে বলে সাফ জানিয়ে দিলের ব্রাজিলের কোচ। যদিও এই ফিটনেস ঘিরেই কিছুদিন আগ জন্ম হয়েছিল বিতর্কের। এই মাসের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে নেইমারকে জায়গা না দেওয়া কারণ হিসেবে আনচেলত্তি বলেছিলেন ‘মাইনর ইনজুরি।’ তবে পরে কোচের কথাকে উড়িয়ে দিয়ে নেইমার নিজে দাবি করেছিলেন, “আমাকে নেওয়া হয়নি টেকনিক্যাল কারণে, আমার শারীরিক অবস্থার কোনো...