এশিয়া কাপের মঞ্চে আগামীকাল রবিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শক্তিমত্তার দিক দিয়ে নিঃসন্দেহে ভারতই এগিয়ে। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আগা। ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করার পর এবার তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে প্রস্তুত। ওমানকে হারানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান আগা বলেন, ‘গত ২-৩ মাস ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছি। আমরা একটি ত্রিদেশীয় সিরিজ জিতেছি এবং এখানে প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছি। যদি আমরা পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে বলতে পারব যেকোনো দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে।’ গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান। পরে বল হাতে ওমনাকে মাত্র ৬৭ রানে অল-আউট করে দেয়! ৪৩ বলে ৬৬ রানের ঝড়ো...