তিনি বলেন, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোল্ডি ব্রার চক্র ও তার নেটওয়ার্ককে কেন্দ্র করে সতর্কতা জারি করা হয়েছে। পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে হামলাকারীদের সন্ধানে।’ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে। পাটানি পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।এদিকে রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। সেখানে দাবি করা হয়েছে, দিশা ও তাঁর বোন নাকি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মান করেছেন। এর জবাবেই হামলা চালানো হয়েছে। পোস্টে আরও হুমকি দেওয়া হয়েছে, ‘এটা শুধু ট্রেলার। পরেরবার যদি কেউ আমাদের ধর্মকে অসম্মান করে, কাউকেই ছাড় দেওয়া হবে না।’ শুধু পাটানি পরিবার নয়, গোটা চলচ্চিত্রশিল্প ও তার সহযোগীদের উদ্দেশেই...