বিনোদন ডেস্কঃঅবশেষে ভারতেও মুক্তি পাচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’। পহেলগাঁও কাণ্ডের জেরে ছবি নিয়ে দীর্ঘ দিন চলেছে জলঘোলা। শেষমেষ কীভাবে ছাড়পত্র পেল এই ছবি? গত ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ফাওয়াদ ও বাণী কাপূর অভিনীত ছবিটি। কিন্তু তার কিছু দিন আগেই ঘটে যায় পহেলগাঁও কাণ্ড। ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়। পাক শিল্পীরা নিষিদ্ধ হন ভারতে। প্রভাব পড়ে ‘আবির গুলাল’ ছবির উপরেও। আটকে যায় মুক্তি। এই ছবি যাতে কোনোভাবে ভারতে মুক্তি না পায়, সেই দাবি তোলে দেশের বিভিন্ন সংগঠন। এমনকি ছবির নায়িকা বাণীকেও কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় পাক অভিনেতার সঙ্গে জুটি বাঁধার জন্য। অবশেষে স্থির হয়, আন্তর্জাতিক স্তরে ছবিটি মুক্তি পাবে। ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এ বার শোনা যাচ্ছে ভারতেও মুক্তি...