দোহায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। কাতারকে শক্তিশালী উপসাগরীয় মিত্র হিসেবেও বিবেচনা করে ওয়াশিংটন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরাইল। ট্রাম্পের সাথে আলোচনার আগে, শেখ মোহাম্মদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সাথে সাক্ষাৎ করেছেন, যিনি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিতে ইসরায়েলে যাচ্ছেন। শেখ মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্টের সাথে শুক্রবার নৈশভোজের আগে, হোয়াইট হাউসে মার্কিন...