ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড তুলেছে ২ উইকেটে ৩০৪ রান। টি-টোয়েন্টিতে (পুরুষদের) এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি সব মিলিয়ে তৃতীয় আর স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর ওপরে আছে শুধু জিম্বাবুয়ের ৩৪৪ রান ৪ উইকেটে (গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪) আর নেপালের ৩১৪ রান ৩ উইকেটে (মঙ্গোলিয়ার বিপক্ষে, ২০২৩)। মানে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ম্যাচে এটিই সর্বোচ্চ দলীয় রান। ইংল্যান্ডের মাটিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল সমারসেটের। ২০২২ সালে ডার্বিশায়ারের বিপক্ষে ৫ উইকেটে ২৬৫ রান করেছিল সমারসেট। ফিল সল্টের অপরাজিত ১৪১ রান ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সল্টই করেছিলেন ১১৯। ইনিংসটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম সর্বোচ্চ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বাউন্ডারি থেকে তুলেছেন ২২৮ রান—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা...