সৌদি আরবে সম্প্রতি এমন একটি টিভি চ্যানেল চালু করা হয়েছে যা শুধু নারীদের খেলা সম্প্রচার করবে। এই চ্যানেলে দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার ইভেন্ট ২৪ ঘণ্টা সম্প্রচারিত হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, চ্যানেলটি চালু করেছে অল ওমেন্স স্পোর্টস নেটওয়ার্ক (এডব্লিউএসএন)। সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারকারী সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে ‘এসএসজি এডব্লিউএসএন’ নামের এই চ্যানেলটি এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করেছে। নতুন চ্যানেলটি সৌদি নারী প্রিমিয়ার লীগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের খেলার সরাসরি সম্প্রচার দেখাবে। এছাড়া উয়েফা ম্যাচ এবং অন্যান্য আন্তর্জাতিক খেলাও এতে প্রচারিত হবে। এডব্লিউএসএনের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা জর্জ চাং বলেন,...