ফলে তৎক্ষণাৎ অভিযান পরিচালনার স্বার্থে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তার সহযোগিতায় উপকূলীয় বন বিভাগ নোয়াখালি, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও স্বেচ্ছাসেবী সংস্থা Noakhali wildlife nad Animal Team সদস্যদের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে মোট ৪২৫টি কচ্ছপ (কড়ি কাইট্টা, সুন্ধি কাছিম ও ধুম কাছিম) উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে ৩২৫টি জীবিত এবং ১০০টি মৃত অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত জীবিত কচ্ছপগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে। উল্লেখ্য, কচ্ছপ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন,...