মালয়েশিয়ায় ঘুষের বিনিময়ে প্রবাসীদের প্রবেশে সুযোগ করে দেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট অফিসারসহ ৩০ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। ‘অপারেশন রেন্টাস’ নামে সংস্থাটির বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৮ জন এনফোর্সমেন্ট অফিসার, ৫ জন কোম্পানির মালিক এবং তিনজন সাধারণ নাগরিক। গ্রেফতারকৃত কর্মকর্তাদের বয়স ২৩ থেকে ৫৪ বছর, যারা মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ওয়ান থেকে একেপিএস নাইন পর্যন্ত বিভিন্ন গ্রেডে কর্মরত ছিলেন। অভিযানে ৫৭টি ব্যাংক অ্যাকাউন্ট (৪৮টি ব্যক্তিগত ও ৯টি কোম্পানির) জব্দ করা হয়েছে। যেগুলোর মোট মূল্য ২.৭ মিলিয়ন রিঙ্গিতেরও বেশি। এছাড়া নগদ ২ লাখ রিঙ্গিত, বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, সোনার বার, স্বর্ণালঙ্কার, ঘড়ি, হ্যান্ডব্যাগ ও টেলিযোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়েছে। এমএসিসি’র প্রধান কমিশনার তান শ্রী আজম বাকি জানান, একেপিএস এবং ইমিগ্রেশন বিভাগের...