ভারতের বিনোদন জগতে কিশোর বয়সেই নিজের অবস্থান শক্ত করে নেওয়া নাম সিদ্ধার্থ নিগম। আজ তার জন্মদিন। অল্প বয়সেই অভিনয়, নাচ আর স্টাইল-সবকিছুতে তিনি ভক্তদের মন জয় করে নিয়েছেন। ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম থেকে সিদ্ধার্থের যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। ছোট্ট বয়সে তিনি যখন বর্নভিটা বিজ্ঞাপনে অভিনয় করেন, তখন থেকেই নজরে আসেন। আর সেখান থেকেই টেলিভিশন ও সিনেমায় তার আসা। বলিউডে আমির খানের ধুম ৩ সিনেমায় তিনি আমিরের শৈশবের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। পর্দায় তার স্বতঃস্ফূর্ত অভিনয় প্রমাণ করে-ছোট বয়স হলেও তিনি বড় মাপের অভিনেতা হওয়ার সব যোগ্যতা রাখেন। টেলিভিশন জগতে সিদ্ধার্থের নাম উচ্চারণ করলে প্রথমেই মনে পড়ে ‘চক্রধরন আর্য্য’, ‘অশোক সম্রাট’ কিংবা ‘আলাদিন: নাম তো শুনা হোগা’ নাটকের কথা। প্রতিটি চরিত্রেই তিনি আলাদা ছাপ রেখেছেন। বিশেষ করে ‘আলাদিন’ চরিত্রে তার...