ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুবাশ্বির আমিন বলেন, ২৪'র অভ্যুত্থানের পরেও আমাদের বৈষম্যের শিকার করা হচ্ছে। ডিপ্লোমা টেকনিশিয়ানরা বিএসসি ইঞ্জিনিয়ারদের অধিকার নষ্ট করছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করা সত্ত্বেও পুলিশের মার ও অন্তর্বতীকালীন সরকারের অব্যবস্থাপনার শিকার হতে হয়েছে। অবিলম্বে আমাদের ৩ দফা দাবি মেনে নিতে হবে।প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বলেন, কেন টেকনিশিয়ানদের সাথে ইঞ্জিনিয়ারদের লড়তে হবে? এটা পুরো বাংলাদেশ, রাষ্ট্র, সরকার ও সকল নীতিনির্ধারকদের জন্য লজ্জার। ডিপ্লোমা টেকনিশিয়ানরা ভুয়া ইঞ্জিনিয়ার সেজে পুরো ইঞ্জিনিয়ার সেক্টরটাকে দখল করে রেখেছে। তাদের দখলদারিত্ব দেখে ইসরায়েল রাষ্ট্রের কথা মনে পড়ে। ফ্যাসিস্ট হাসিনা যেমন বাংলাদেশ দখল করে রেখেছিল, তেমনি ডিপ্লোমা টেকনিশিয়ানরা এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দখল করে রেখেছে। যারা এসএসসির পর শেষ দিকের শিক্ষার্থী ছিল, এখন আমাদের লড়তে হচ্ছে তাদের সাথে। ডিপ্লোমা টেকনিশিয়ানরা নামের আগে ‘ডিপ্লোমা...