১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম ভারতের উত্তর প্রদেশের বরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাসভবনের বাইরে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোল্ডি ব্রার গ্রুপ দায় স্বীকার করেছে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। হামলা প্রসঙ্গে পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিভিল লাইন এলাকায় অবস্থিত পাটানি পরিবারের বাড়ির বাইরে মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত প্রায় সাত রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে ছিলেন দিশা পাটানি, তার বোন খুশবু, ভাই সূর্যাংশ এবং বাবা–মা। স্বস্তির বিষয় কেউ হতাহত হয়নি। সম্প্রতি খুশবু পাটানি এক ভিডিও বার্তায় হিন্দুত্ববাদীদের ধর্মীয় গুরু অনিরুদ্ধ আচার্যের নারী বিদ্বেষী মন্তব্যের সমালোচনা করেন। তার সেই বক্তব্যকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরপরই গোল্ডি ব্রার গ্রুপ সোশ্যাল মিডিয়ায় হামলার দায়...