বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় নির্বাচনের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্র সংস নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। ছাত্র সংসদের এক হিসাব। জাতীয় নির্বাচনে আরেক হিসাব। এটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। শুক্রবার সন্ধ্যার দিকে ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে। দেশে এখনও মব ভায়োলেন্স চলছে। এ মুহূর্তে দেশে কেউই নিরাপদ নয়। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি। আবদুল আউয়াল মিন্টু বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে...