চলমান এশিয়া কাপে হংকংকে পরাজিত করে ভালো শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় এবং গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে টাইগাররা আজ রাতে মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর এই ম্যাচ নিয়ে আলোচনাকালে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশকে এগিয়ে রেখেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।আজ শনিবার আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ অব ডেথ থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে আজকের ম্যাচ জেতা টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের লড়াই বেশ উত্তাপ ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে। ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী এক অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক প্রত্যাশার কথা শুনিয়েছেন জাফর।তিনি বলেন, ‘শ্রীলঙ্কা এশিয়া কাপে এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি। সেখানে বাংলাদেশ ইতোমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে। তারা এখানকার কন্ডিশন অনেকটাই বুঝে গেছে। তাদের বোলাররা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে। ব্যাটাররাও খেলার সময় পেয়েছে। সেই...