১৯৮১ সালের ১৭ মে থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা। টানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বে থেকেছেন। তবে এত দীর্ঘ নেতৃত্ব সত্ত্বেও তিনি কখনো প্রকাশ্যে উত্তরাধিকারের পরিকল্পনা বা সাকসেসন প্ল্যান নিয়ে কথা বলেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অস্পষ্টতাই দলের ভেতরে নেতৃত্বের বিকল্প কাঠামো গড়ে না ওঠার একটি বড় কারণ। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো প্রায় ভেঙে পড়ে এবং অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। তখন তৃণমূল পর্যায়ের কর্মীরাও বুঝতে পারেননি, শেখ হাসিনার অনুপস্থিতিতে কে দিকনির্দেশনা দেবেন। বর্তমানে শেখ হাসিনা ভারতের মাটিতে “অতিথি” হিসেবে অবস্থান করছেন এবং তার চলাফেরা, দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎসহ সবকিছু কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ অবস্থায় বয়স ও রাজনৈতিক চাপে তাকে উত্তরাধিকারের...