এশিয়া কাপের শুরুটা নিয়ে সন্তুষ্ট হতেই পারে বাংলাদেশ। শুধু জয়ের জন্য নয়, রান রেটের কারণেও। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের ১৪৩ রান তাড়ায় বাংলাদেশ রান তুলেছে ওভারপ্রতি ৮.১৫ হারে। তবে হিসাবটা যদি হয় এক দশকের, যাতে ফুটে ওঠে একটি দলের টি–টোয়েন্টি ব্যাটিংয়ের সাধারণ প্রবণতা—তাতে অস্বস্তিতেই পড়তে হবে। ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত টি–টোয়েন্টি রান রেটে শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে বাংলাদেশ দল। শুধু বাংলাদেশ নয়, একই দুরবস্থা শ্রীলঙ্কারও। প্রশ্ন হচ্ছে, রান রেটের তলানিতে এ দুই দলই কেন? একটা অভিযোগ দুই দেশেই শোনা যায়—পিচ টি–টোয়েন্টিসুলভ নয়। আসলেই কি বিষয়টি তা–ই? পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের প্রথম দিন থেকে এখন পর্যন্ত ১৫৭টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এই ম্যাচগুলোতে ওভারপ্রতি রান উঠেছে ৭.৫৭ হারে। একই সময়ে শ্রীলঙ্কার খেলা ১৪২...