১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম কর্ণাটকের হাসান জেলায় গণেশ চতুর্থীর বিসর্জনের আনন্দ উদযাপন এক মুহূর্তে মর্মান্তিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শোভাযাত্রায় আনন্দে মেতে থাকা মানুষের উপর একটি নিয়ন্ত্রণহীন ট্রাক ঢুকে পড়ে, যা অনেকের জীবন কেড়ে নেয় এবং বহু আহতের কারণ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ট্রাকটি সজোরে এসে মানুষকে চাপা দিচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে কর্নাটকের মোসালেহোসাহাল্লি গ্রামে গণেশ বিসর্জনের শেষ দিনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রাত ৮:৪৫ টার দিকে আরাকলাগুডু থেকে আসা একটি ট্রাক শোভাযাত্রায় ঢুকে পড়ে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর কারণে ভক্তদের ভিড়ের ওপর উঠে যায়। এতে অনেক মানুষ ছিটকে পড়ে এবং কয়েকজনকে ট্রাক পিষে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় চারজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে অনেককে...