প্রশ্ন:মুন্সিগঞ্জে ওয়াকফকৃত আমাদের একটি পুরাতন মসজিদ রয়েছে। যা এলাকার মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা, জানাজা, তারারিসহ অন্যান্য ইবাদত বন্দেগীর একমাত্র কেন্দ্রস্থল। বর্তমানে এদিক দিয়ে সরকার কর্তৃক প্ল্যানকৃত একটি রাস্তা হতে যাচ্ছে, যা মতলব এলাকায় গিয়ে পৌঁছবে। সরকারি কর্তৃপক্ষ চাচ্ছে, মসজিদটি ভেঙে সেখান দিয়ে রাস্তা নিয়ে মসজিদটি অন্য স্থানে স্থানান্তর করে দেবে। আমরা এলাকাবাসী ও মুসল্লিরা জানতে চাই, একটি প্রাচীন মসজিদ এভাবে ভেঙে রাস্তা নির্মাণ করা শরীয়তে কতটুকু বৈধ? উল্লেখ্য, মসজিদের জমিদাতা মোতাওয়াল্লি এমনটি করতে আদৌ রাজি নন; বরং তিনি এবং এলাকাবাসী মসজিদকে যথাস্থানে রেখে রাস্তা করার জন্য সরকারকে অন্য দিক দিয়ে জায়গা দিতে প্রস্তুত। এমতাবস্থায় সরকার-কর্তৃপক্ষের জন্য করণীয় কী? শরীয়তের আলোকে জানিয়ে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে সহায়তা করুন। উত্তর:প্রশ্নের বিবরণ অনুযায়ী সরকারি কর্তৃপক্ষের জন্য এই মসজিদটিকে ভেঙে দিয়ে তাতে...