এখনকার নারীদের সাধারণ হরমোনজনিত সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) বা ডিম্বাশয়ে সিস্টজনিত জটিলতা। এর ফলে ঋতুচক্র হয়ে পড়ে, মুখে ব্রণ বাড়ে, ওজন যায় বেড়ে। এ লক্ষণগুলো অনেকে পাত্তা দেন না। কিন্তু এসব থেকে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। পিসিওএস শুধু প্রজননস্বাস্থ্যকে প্রভাবিত করে না, বরং ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক চাপও বাড়ায়। তাই আগে থেকেই সচেতনত হওয়া ও প্রাথমিক পদক্ষেপ নেওয়া জরুরি। পিসিওএস সচেতনতার মাস সেপ্টেম্বরে এ নিয়ে কথা বলেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধানডা. শাহিন আখতার জাহান হাবিব। পিসিওএসের উপসর্গ, ঝুঁকি, চিকিৎসা ও জীবনধারার পরিবর্তনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন তিনি। জাগো নিউজ: পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস আসলে কী?শাহিন আখতার জাহান হাবিব:পিসিওএস হলো নারীর একটি হরমোনজনিত সমস্যা। এ অবস্থায় ডিম্বাশয়ে হরমোনের ভারসাম্য নষ্ট...