১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন ইতিমধ্যেই ১৫ কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করেছে। শিক্ষার্থীরা সাসপেন্সের মধ্যে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানিয়েছেন, ‘২১ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দুপুর ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা যায়।’ এই ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয় এবং টানা তিনদিনের পর চূড়ান্ত ফলাফলের ধাপ এসে পৌঁছেছে। এ নির্বাচনকে ঘিরে আগে থেকেই নাটকীয় পরিবেশ তৈরি...