১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এএম আন্তর্জাতিক উইন্ডোর পর ইউরোপীয় ক্লাব ফুটবল আবারও মাঠে ফিরছে। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ', এবং বুন্দেসলিগায় বিগ ম্যাচের মধ্য দিয়ে নতুন মৌসুমের উত্তেজনা শুরু হতে যাচ্ছে। ফুটবলপ্রেমীরা রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সেপ্টেম্বরের এই সপ্তাহে বড় বড় ইউরোপীয় ক্লাবের ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। স্যাটারডে রাত সোয়া ৮টায় লা লিগার রিয়াল মাদ্রিদ মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এর আগে বিকেল সাড়ে ৫টায় আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে। রাত ১০টায় সিরি আ'-র হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলান ও জুভেন্টাস মুখোমুখি হবে। একই সময় বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ হামবুর্গের বিপক্ষে মাঠে নামবে। নতুন মৌসুমে গতবারের হতাশা ঘোচানোর জন্য এই জায়ান্টরা সেরাটা দেখাতে চাইবে।...