অপটিক্যাল ইলিউশনের সঙ্গে এখন অনেকেই পরিচিত। অপটিক্যাল ইলিউশন হচ্ছে একটি দৃষ্টিভ্রম ছবি বা ভিডিওর একাধিক অর্থ, যা ব্যক্তিভেদে সবসময় আলাদা উত্তর হয়ে থাকে।তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিভ্রম ছবি দেখলে তা সমাধানের চেষ্টা করেন। এতে অবশ্য মস্তিষ্কের বিকাশ ঘটে। এ ছাড়া চোখের দৃষ্টিশক্তিও যাচাই হয়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি দৃষ্টিভ্রম ছবি দেখা যায়। এতে কেউ দেখছেন বয়স্ক দম্পতির মুখ আবার কারও চোখে ধরা পড়ছে তিনজন মানুষের মুখ। কিন্তু এই প্রথম দেখাতেই লুকিয়ে রয়েছে এক গভীর বার্তা। আপনি কী ধরনের মানুষ!অপটিক্যাল ইলিউশন বা চোখের ধাঁধা নতুন কিছু নয়। আমাদের চোখ ও মস্তিষ্কের মধ্যে সমন্বয়ের ঘাটতি থেকেই তৈরি হয় এই বিভ্রম। তবে এমন অনেক ছবিই আছে, যেগুলো শুধু দৃষ্টিভ্রম তৈরি করে না, মানুষের মনোজগৎ ও ব্যক্তিত্বও উন্মোচন করে।সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবিটিও ঠিক...