২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের পতন হয়। এই পতনের পর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে একের পর এক ঝাঁকুনি খেতে থাকা নেপালে অবশেষে তারুণ্যের বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণিত হলো রাজতান্ত্রিক ব্যবস্থার পতন হলেও রাজনীতিবিদদের মধ্যে দুর্নীতির আধিক্য নেপালের সাধারণ মানুষকে কতটা হতাশ করেছে। এর জবাব দিয়েছে তরুণ প্রজন্ম। তবে এখানে কথা উঠছে এই তরুণ প্রজন্ম আসলে রাষ্ট্রাচার এবং দুর্নীতির বিষয়ে স্বতঃস্ফূর্ত সচেতনবোধ থেকে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, নাকি তারা অন্য কারও স্বার্থের প্রতিনিধিত্ব করেছে। ইতিমধ্যে যে বিষয়টি স্পষ্ট হয়েছে তা হলো সবসময় রাজনীতির বাইরে থাকা নেপালের সেনাবাহিনী বর্তমান এই ক্রান্তিকালীন সময়ে রাজনীতির প্রধান অনুঘটক হয়ে কাজ করছে। জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলনে সরকারের পতন হলেও পতনপরবর্তী অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় তরুণ প্রজন্মের মধ্যে দ্বিধাবিভক্তি এই দুর্নীতিবিরোধী একটি সফল আন্দোলনের পরবর্তী প্রক্রিয়াকে সন্দেহের মধ্যে ফেলে...