ডি আর কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের লুকোলেলা এলাকায় প্রায় ৫০০ যাত্রী নিয়ে একটি নৌকা আগুন ধরে উল্টে যায়। মালাঞ্জে গ্রামের কাছে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই নৌকা থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৪৬ জন। এর একদিন আগে প্রদেশের বাসাঙ্কাসু এলাকায় আরেকটি মোটরচালিত নৌকা উল্টে অন্তত ৮৬ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যাত্রীদের সংখ্যার সঠিক হিসাব এখনও জানা যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের দুর্ঘটনা...