এশিয়া কাপে এখন পর্যন্ত কোনও অঘটন ঘটেনি। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে। তবে শনিবারের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট জমে উঠতে যাচ্ছে। মাঠে নামতে যাচ্ছে দুই চেনা প্রতিপক্ষ বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিগত এক দশকে দুই দলই মুখোমুখি হয়েছে ১৬ বার, জয় সমান ৮টি করে। তাই স্বাভাবিকভাবেই ম্যাচটি নিয়ে প্রত্যাশা তুঙ্গে। রাত সাড়ে ৮টায় ম্যাচটি দেখাবে টি-স্পোর্টস। সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বিবেচনায় নিলে এগিয়ে বাংলাদেশ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে তারা জিতেছে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। এর আগে গত বছর ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপেও লঙ্কানদের হারিয়েছে টাইগাররা। ওই ম্যাচগুলোতে বাংলাদেশের বোলাররা শুরুতেই আঘাত হানতে সক্ষম হয়েছিল। তবে শ্রীলঙ্কা এখন তাদের ব্যাটিং লাইনআপ নিয়ে আশাবাদী। যদিও মাত্র দুই সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল মাত্র ৮০ রানে। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ...