নিজস্ব প্রতিবেদক: বরিশালে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আর এতে অংশ নিয়েছেন ১৪ নারী—তারা সবাই নিজেকে একজন সরকারি কর্মকর্তার ‘স্ত্রী’ দাবি করেছেন। অভিযুক্ত ব্যক্তি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটওয়ারী, যিনি অভিযোগ অনুযায়ী শুধুমাত্র বিয়ের নামে প্রতারণা করেই ক্ষান্ত হননি, বরং নারীদের সর্বনাশ করাকে যেন একপ্রকার “নেশা” বানিয়ে তুলেছেন। সম্প্রতি বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন কবিরের সাবেক ও বর্তমান স্ত্রীরা, যাঁরা সবাই প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। চাঁদপুরের বাসিন্দা কবির হোসেন পাটওয়ারী বিদেশে উচ্চশিক্ষা, সরকারি চাকরি কিংবা সামাজিক নিরাপত্তার আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন জেলার নারীদের সঙ্গে বিয়ে করেন। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তিনি যৌতুকের দাবি তুলতেন, শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করতেন এবং পরে সংসার ভেঙে দিতেন—এমনটাই অভিযোগ তার দুই...