প্রথম ওভারেই ১৮ রান দিয়ে ম্যাচের শুরু। সেই আভাস পরে রূপ নিল বাস্তবতায়। ইংল্যান্ড যা করল, সেটিকে ঝড়, সাইক্লোন, তাণ্ডব বা বলা যায় যে কোনো কিছুই। ইংলিশদের রানের প্লাবনের ম্যাচে রেকর্ড বইয়েও পড়ে গেল তোলপাড়। শুক্রবার এক ম্যাচেই কত যে রেকর্ড হলো, হিসাব রাখাই কঠিন! ২০ ওভারে ৩০৪ রান তুলেছে ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনশ রানের তৃতীয় স্কোর এটি। তবে আইসিসি পূর্ণ সদস্য দুই দেশের লড়াইয়ে এটিই প্রথম। গতবছর নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩৪৪ রান তুলে রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছিল ৩১৪ রান। আন্তর্জাতিক ম্যাচের বাইরে স্বীকৃত টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সিকিমের বিপক্ষে গত বছর বারোদার ৩৪৯। ইংল্যান্ডের মাঠে সব টি-টোয়েন্টি মিলিয়েই সর্বোচ্চ দলীয় স্কোর এটি। অনেকটা পেছনে পড়ে গেছে ২০২২ সালে...