নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অধিকাংশ পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বিপুল ভোটে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁদের দায়িত্ব ও ক্ষমতা নিয়ে আলোচনা চলছে। ভিপি ও জিএস পদাধিকারীরা স্বয়ংক্রিয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দুটি সংস্থা—সিনেট ও সিন্ডিকেটের সদস্য হয়ে যান। সেখানে তাঁরা হাজার হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে দাবি-দাওয়া তুলে ধরতে পারেন। এমনকি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে সরাসরি প্রতিবাদ জানানোর ক্ষমতাও তাঁদের হাতে থাকে। বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন থেকে শুরু করে উন্নয়ন পরিকল্পনা, নীতি-নির্ধারণী সভা—সব জায়গায় ভিপি ও জিএস শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন। শিক্ষকদের নিয়োগ কিংবা চাকরিচ্যুতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে সিলেকশন বোর্ডে, সেখানেও ভিপি ও জিএস সদস্য হিসেবে অংশ...