নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের মূল্য ১ লাখ ৮৫ হাজা ৯৪৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বাড়ানো হয়। বাজুস জানিয়েছে, নতুন স্বর্ণের বিক্রয়মূল্য-এর সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট ও ৬ শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরির তারতম্য হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমেছে মাত্র ১৬ বার। আর ২০২৪ সালে দেশের...