নিজস্ব প্রতিবেদক: টিউলিপ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে, বাংলাদেশেরও নাগরিক। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই বিষয়ে তদন্ত শুরু করেছে। নাগরিকত্বের প্রমাণস্বরূপ তাঁর ট্যাক্স ফাইল এবং ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। যদিও টিউলিপ সিদ্দিক ও তাঁর আইনজীবী এর আগে দাবি করেছিলেন যে তিনি ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশী নন। সূত্র জানায়, টিউলিপ সিদ্দিক কর ফাঁকি দিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এই বিষয়টি তদন্ত করতে গিয়ে এখন বাংলাদেশে থাকা টিউলিপ সিদ্দিকীর ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও টানা কয়েক বছরের রিটার্ন দাখিলের তথ্য মিলেছে। করযোগ্য কত টাকা তিনি পরিশোধ করেননি, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনও তাঁর ট্যাক্স ফাইল স্টাডি করে ফাইলে থাকা অর্থের আয়-ব্যয়ের উৎস ও খাতগুলো তদন্ত...