যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়েছেন ফুটবল সমর্থকরা। টিকিট ছাড়ার একদিনের মধ্যে আবেদন পড়েছে ১৫ লাখেরও বেশি। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্য, আবেদন প্রক্রিয়াতে অংশ নিয়েছেন ২১০ দেশের ভক্ত-সমর্থক। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে চলেছে বিশ্বকাপ। ১৬টি শহরে ১০৮ ম্যাচের মহারণ। ফিফা বলছে, ইতিমধ্যেই সমর্থকদের অভূতপূর্ব সাড়া মিলেছে। ফিফার দেয়া তথ্য, টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে স্বাগতিক তিন দেশ থেকেই। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, জার্মানি ও ব্রাজিল। আবেদন করলেও টিকিট নামক সোনার হরিণের দেখা সহজের পাবেন না ভক্ত-সমর্থকরা। লটারির মাধ্যমে জয়ীদেরই দেয়া হবে টিকিট। যা ২৯...