রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা এবং ইউক্রেইন যুদ্ধে মস্কোকে ‘সহায়তাকারীদের’ ওপর সম্ভাব্য শুল্ক আরোপ করা নিয়ে অনলাইনে বৈঠক করেছেন শিল্পোন্নত ৭টি দেশের জোট জি-৭ এর অর্থমন্ত্রীরা। রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর শুল্ক আরোপে মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বানের মধ্যে শুক্রবার এ বৈঠক হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসো-ফিলিপ শ্যাম্পেইনের সভাপতিত্বে জি-৭ এর এ বৈঠকে ইউক্রেইনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে আরও ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়, বিবৃতিতে এমনটাই বলেছে এখন জি৭ এর সভাপতির দায়িত্ব পালন করা কানাডা। বৈঠকে মন্ত্রীরা রাশিয়ার ওপর চাপ বাড়াতে আরও নিষেধাজ্ঞা এবং যারা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে তাদের ওপর শুল্ক আরোপের মতো বাণিজ্য সংক্রান্ত ব্যবস্থাসহ সম্ভাব্য বিস্তৃত অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন, এবং ইউক্রেইনের প্রতিরক্ষায় খরচ করতে জব্দ রুশ সম্পদ ব্যবহারের আলোচনা এগিয়ে...