সাধারণভাবে প্রতি মাসে নারীদের একটা নির্দিষ্ট সময় পরপর পিরিয়ড হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই ২৮ দিনের চক্রে ঘটে। তবে অনেক নারীর ক্ষেত্রেই এটা নিয়ম মানে না। কারও সময়ের আগে, কারও অনেক পরে, কারও আবার রক্তপাত থামতেই চায় না।আরও পড়ুন :যে অভ্যাসগুলো ধীরে ধীরে ধ্বংস করছে আপনার মস্তিষ্কআরও পড়ুন :হঠাৎ শরীর ফুলে যাচ্ছে? হতে পারে ভেতরে লুকানো বড় কোনো সমস্যাএই অনিয়ম আসলে স্বাভাবিক না অস্বাভাবিক—তা বোঝার জন্য আমাদের জানতে হবে এর কারণগুলো। এই বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সাহানারা চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।মাইগ্রেনের ৭ অজানা কারণকীভাবে বুঝবেন পিরিয়ড অনিয়মিত?- ২৩ দিনের আগে বা ৩৫ দিনের পরে পিরিয়ড হলে- এক মাসে ২-৩ বার পিরিয়ড হলে- মাঝেমাঝে হালকা ব্লিডিং হলে, মাসজুড়েই হালকা রক্তপাত চলতে থাকলে- রক্তের পরিমাণ স্বাভাবিকের...