সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সম্পর্ককে ঘিরে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের কাতারে হামলা এবং দখলকৃত পশ্চিম তীরে নতুন এলাকা দখলের পরিকল্পনা ইউএইয়ের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। গত ১০ সেপ্টেম্বর ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল-নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে দেখতে গেলে এই উদ্বেগ প্রকাশ পায়।ইসরায়েলের সবচেয়ে দৃঢ় আরব অংশীদার হলো ইউএই। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। এই চুক্তির মাধ্যমে অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানো হয়। তবে গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখলনীতি এই সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করছে। সম্প্রতি ইউএই দুবাই এয়ারশোতে ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করেছে। একইসঙ্গে পশ্চিম তীরের আংশিক সংযুক্তি ‘লাল রেখা’ অতিক্রমের শঙ্কা জানিয়েছে।বিশ্লেষকরা বলছেন, ইউএইয়ের নীতি প্রধানত আবুধাবির...