দীর্ঘদিন ধরে জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের। একের পর এক ইনজুরি তার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে দিয়েছে। ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে তার পরিকল্পনা পরিষ্কার—তবে শর্ত একটাই, নেইমারকে থাকতে হবে শতভাগ ফিট। ইএসপিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইতালিয়ান এই কোচ বলেন, নেইমারের ফুটবল দক্ষতা নিয়ে নতুন করে কিছু প্রমাণ করার দরকার নেই, তবে আধুনিক ফুটবলে শুধুমাত্র প্রতিভা নয়, পূর্ণ শারীরিক সক্ষমতাও প্রয়োজন। চোটপ্রবণ নেইমারকে তাই ফিট হতেই হবে। এছাড়া নতুনভাবে সাজিয়ে তোলা আনচেলত্তির দলে তার জায়গা হবে না। ব্রাজিল কোচের ভাষায়, ‘নেইমারকে কেমন খেলে সেটা নতুন করে দেখার কিছু নেই। কারণ, সবাই জানে সে কতটা প্রতিভাবান। আধুনিক ফুটবলে প্রতিভা কাজে লাগাতে হলে শারীরিক ফিটনেসও থাকতে হয়। যদি সে শতভাগ ফিট থাকতে পারে, তাহলে দলে...