ঢাকা: ২০২১ সালে মক্কার কাবা শরীফের ঠিক ওপরে চাঁদ দেখা যাওয়ার একটি ছবি প্রকাশ করেছিল সংবাদমাধ্যম আল আরাবিয়া। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে এমনই এক অসাধারণ মহাজাগতিক দৃশ্য আবার দেখা গেছে, যখন ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবা শরীফের একেবারে ওপরে অবস্থান নেয়। বিজ্ঞানীরা এই দৃশ্যকে এক অনন্য মহাজাগতিক ঘটনার স্বীকৃতি দিয়েছেন।সৌদি আরবের জেদ্দাভিত্তিক অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, "এই দৃশ্য প্রমাণ করে যে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুগুলোর গতিপথ নির্ধারণে আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা কতটা নিখুঁতভাবে গণনা করতে সক্ষম।" তিনি আরও জানান, এ ধরনের নির্ভুল গণনার ফলে বিশ্বজুড়ে মুসলিমরা কিবলার সঠিক দিক নির্ধারণে আরও সাহায্য পাবেন।পবিত্র কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এটি ছিল এক বিরল ও সুন্দর অভিজ্ঞতা। অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি একটি ব্যবহারিক পরীক্ষার মতো ছিল।...