ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কখনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না বলে ঘোষণা করার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলো জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। ফ্রান্স এবং সৌদি আরব কর্তৃক উপস্থাপিত সাত পৃষ্ঠার এই নথিতে “দুই-রাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়নের ভিত্তিতে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের ন্যায্য, শান্তিপূর্ণ এবং স্থায়ী নিষ্পত্তি অর্জনের জন্য গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপ...