আন্তর্জাতিক ডেস্ক: নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তিনি শুধু প্রথম নারী প্রধানমন্ত্রীই নন, নেপালের সর্বোচ্চ আদালতের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতিও ছিলেন। প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসিডেন্টের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান। রাজনৈতিক পটভূমি ছাড়াই বিচারপতি থেকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে আসীন হওয়া ৭৩ বছর বয়সী এই নারীকে বিশেষ আলোচনায় এনেছে। ১৯৫২ সালের ৭ জুন পূর্ব নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। কৃষক পরিবারে বড় হলেও শৈশবেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন। ১৯৭২ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে মানবিক শাস্ত্রে স্নাতক শেষ করেন। পরের বছর ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭৮ সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৮৫ সালে ধরণের মহেন্দ্র মাল্টিপল ক্যাম্পাসে...