ব্রাজিল জাতীয় দল কিংবা বার্সেলোনা- সব মঞ্চেই দুর্দান্ত পারফর্মেন্স করে যাচ্ছেন রাফিনহা। এবার তার সময়ানুবর্তিতার প্রমাণ পাওয়া গেল। জাতীয় দলের ক্যাম্পে সময়মতো যোগ দিতে নিজের পকেট থেকে প্রায় ১৫ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ২.৭ কোটি টাকা) খরচ করে ব্যক্তিগত জেট ভাড়া করেন এই বার্সেলোনা তারকা। ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, স্পেনে অবস্থানকালে রাফিনহা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নির্ধারিত চার্টার্ড ফ্লাইট মিস করেছিলেন। এতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর প্রস্তুতি ক্যাম্পে ঠিক সময়ে যোগ দেওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা ঘুচাতে তড়িঘড়ি করে ব্যক্তিগত ফ্লাইটের ব্যবস্থা করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। রাফিনহার এই দায়িত্বশীল আচরণ শেষ পর্যন্ত সার্থক হয়েছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে তিনি চিলির বিপক্ষে রিও ডি জেনেইরোতে ৩-০ গোলের জয়ে এবং বলিভিয়ার বিপক্ষে এল আল্টোতে ১-০ ব্যবধানে হারের ম্যাচে...