এবারের এশিয়া কাপে নিজেদের প্রথ ম্যাচ খেলতে আজ শনিবার মাঠে নামছে শ্রীলঙ্কা। লঙ্কানদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে। রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের ফলাফল দেখেই সুপার ফোরের নানান অংক মেলাবেন পরিসংখ্যাবিদরা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই বেশ জমজমাট-তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাংলাদেশ গেল জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে এসেছে। এটিই টাইগারদের আত্মাবিশ্বাস ও অনুপ্রেরণা বাড়াবে। অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা গতকাল সংবাদ সম্মেলনে এসে নিজেদের আত্মবিশ্বাসের জায়গা স্পষ্ট করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন হওয়াটাই অনুপ্রেরণার মূল উৎস বলে জানিয়েছেন আসালঙ্কা। এশিয়া কাপ দুই ধরনের সাদা বলের ফরম্যাটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) পালাবদল করে আয়োজন করা হয় আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে।এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে, এটি প্রায় সবারই জানা। এর...